রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাস আগুন ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, নেছার ও দীপু। তবে এ ঘটনার মূল অভিযুক্ত গাংচিল বাহিনীর পিন্টু এখনো পলাতক রয়েছেন।
প্রথামকিভাবে নাশকতা মনে হলেও অভিযোগ রয়েছে, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন। চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে বাসটিতে আগুন দেয় তারা। এছাড়া, চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।
গোয়েন্দা পুলিশ জানায়, পিন্টুসহ এই চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসকে থামায় কয়েকজন যুবক। এরপর ফাঁকা গুলি করে একে একে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা। পাশাপাশি বাসের স্টাফদের মারধরও করা হয়। একপর্যায়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।